সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

‘আমার স্বপ্ন’ ‘ইভটিজিংমুক্ত আমার দেশ’



স্বপ্ন……! স্বপ্নের তো কোন অভাব নেইএটাতো এক বিশাল ভান্ডারস্বপ্ন ভান্ডার যদি না থাকত, আমরা যদি স্বপ্ন না দেখতাম তাহলে আমাদের জীবনটা হয়তবা এমন হত না এখন যেমন আছেসবার ই স্বপ্ন থাকে, সবাই স্বপ্ন দেখেসব স্বপ্ন যে পূরণ হবে তা তো নয়, কিছু স্বপ্ন থেকে যাবে অধরা তাই বলে স্বপ্ন দেখতে তো আর বাধা নেইতাইতো আমি স্বপ্ন দেখি ইভটিজিংমুক্ত বাংলাদেশের

    বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে, ইভটিজিং এক বিরাট হুমকি হয়ে দাড়িয়েছে   মেয়েরা তো প্রায়সময় ই ইভটিজিংয়ের মত অসহ্যকর পরিস্থিতির শিকার হয়হয়তবা স্কুলের পথে, কলেজের রাস্তায়, প্রাইভেটে যেতে নতুবা কোন শপিংমলের সামনেরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বখাটে ছেলেরা প্রকাশ্যে সিগারেটের ধোয়া উড়ায়, আর কোন মেয়ে দেখলেই তাকে উত্যক্ত করার চেষ্টা করেকিন্তু কেন? যে ছেলেগুলো এই কাজ করে তারা কি জানেনা এই ইভটিজিংয়ের কারণে একটা মেয়ের কতোটা খারাপ লাগেমেয়েটার নিজেকে কতোটা অসহায় মনে হয়অনেকেই বেছে নেয় আত্নহত্যার মত কু‍‍‍সিত পথ
আমরা জানি, মানুষের জন্য কোনটাই অসম্ভব নয়হয়তবা আমাদের চেষ্টাই পারবে ইভটিজিং বন্ধ করতেআমি জানিনা, এটা আমার অধরা স্বপ্ন কিনাতবে এটা জানি, এই স্বপ্নকে ছুঁতে পারলে আমাদের দেশ উন্নতির পথে আর ও একধাপ এগিয়ে যাবেআসুন না, আমরা নারীজাতিকে সম্মান দিতে শিখি, তাদের চলাফেরার পথটা আরো সহজ করে তুলি
দেখবেন এই দেশটা সোনার বাংলাদেশ হতে বেশি দিন লাগবে না
ইভটিজিংমুক্ত দেশ গঠনে অঙ্গীকারের মধ্য দিয়ে শুরু হোক আমাদের হাজার মাইল পদযাত্রার প্রথম পদক্ষেপ, হাজারো ভবিষ্য জননী রক্ষার সুদৃড় শপথ
                            
আফসারা রুবাইয়াত খান মীম
                             এইচ.এস.সি, ২য় বষ,
                             বৃন্দাবন সরকারী কলেজ, হবিগঞ্জ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন