শনিবার, ২৫ ডিসেম্বর, ২০১০

খুলনায় কালথেকে কম্পিউটার মেলা

খুলনা কম্পিউটার সমিতির বার্ষিক মেলা আগামীকাল সোমবার থেকে খুলনা মহানগরের জলিল টাওয়ার কম্পিউটার মাকের্টে শুরু হচ্ছে।তিন দিনের এ মেলা উপলক্ষে গতকাল শনিবার দুপুরে কম্পিউটার সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে খুলনা কম্পিউটার মেলা-২০১০-এর আহ্বায়ক আহমেদ কবির জানান, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অন্যতম দাবি আইটি ভিলেজ স্থাপন। কম্পিউটার মেলাকে সামনে রেখে এ দাবি পুনরায় উল্লেখ করা হবে।
মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ছাড় ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এবারও মেলায় প্রবেশমূল্য থাকবে ১০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীদের জন্য কোনো প্রবেশমূল্য লাগবে না। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মেলায় ৩৯টি স্থায়ী স্টল থাকবে। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা শাখার চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিয়া মো. সালাহ উদ্দিনসহ অনেকে প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন